ইজাজ বাট কোথায়

পাকিস্তান ক্রিকেটের এই ঘোর অমানিশায় কোথায় তিনি? এই সংকটময় মুহূর্তে যাঁর শক্ত হাতে হাল ধরার কথা, দেওয়ার কথা সুস্পষ্ট নির্দেশনা, সেই ইজাজ বাটের কোনো সাড়াশব্দই নেই। শুরুর দিকে তবু কিছুটা তৎপরতা দেখা গেছে, কিন্তু আইসিসি তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর থেকে আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না পিসিবিপ্রধানের। জিওফ লসন ও আরিফ আলী খান আব্বাসীর মতো ক্রিকেট ব্যক্তিত্বরা তো মনে করেন, বাটের কারণেই ডুবছে পাকিস্তান ক্রিকেট।
সপ্তাহখানেক আগেও একবার বাটকে তুলোধুনো করেছিলেন লসন। ক্রিকইনফোর একটি শোতে সাবেক পাকিস্তান কোচ আবারও ধুয়ে দিয়েছেন বাটকে, ‘এত সংকটের মধ্যেও চেয়ারম্যানের মুখ থেকে বলতে গেলে কিছুই শুনিনি আমরা। বিপদ দেখলেই তিনি লুকিয়ে যান, মোটেও যোগ্য নেতা নন। পাকিস্তানের দরকার শক্ত নেতৃত্ব, যে তাদের সামনে এগিয়ে নিতে পারবে।’ অনেকটা একই রকম ভাষ্য পিসিবির সাবেক প্রধান নির্বাহী আব্বাসীরও, ‘পিসিবির চেয়ারম্যান যেভাবে পুরো ব্যাপারটা সামলাচ্ছেন, আমি তাতে বিস্মিত...যুক্তরাজ্যে পাকিস্তানের হাইকমিশনার এত এত কথা বলছেন, যেটা তাঁর কাজ নয়...বিস্ময়কর হলো, চেয়ারম্যান পুরো অদৃশ্য হয়ে গেছেন...!

No comments

Powered by Blogger.