ইসরায়েলের বসতি নির্মাণ নিয়ে বিরোধ মীমাংসার আহ্বান আব্বাসের

ইসরায়েলের বসতি সম্প্রসারণ নিয়ে বিরোধ মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
পশ্চিম তীরে বসতি নির্মাণের ওপর ইসরায়েলের ১০ মাসের আংশিক স্থগিতাদেশের মেয়াদ আগামী ২৬ সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন স্থগিতাদেশের মেয়াদ আর বৃদ্ধি করা হবে না।
মাহমুদ আব্বাস বলেছেন, বসতি নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল না রাখলে তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনা থেকে বেরিয়ে আসবেন। গত সোমবার তিনি বলেন, বসতি ইস্যুতে হস্তক্ষেপ করার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে ফিলিস্তিনি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, শান্তি আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েছে ওবামা প্রশাসন।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত সপ্তাহে ওয়াশিংটনে আবারও মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু হয়েছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে দুবার বৈঠকে মিলিত হবেন। প্রথম দফার বৈঠক হবে মিসরের অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখে। দ্বিতীয় বৈঠক হবে জেরুজালেমে।

No comments

Powered by Blogger.