লন্ডনে রেলকর্মীদের ধর্মঘট, লাখ লাখ যাত্রীর দুর্ভোগ

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে লন্ডনে পাতাল রেলের কর্মীরা ধর্মঘট করায় লাখ লাখ যাত্রী বিড়ম্বনার শিকার হয়েছেন। গত সোমবার দুই দফায় কর্মীরা কর্মস্থল ত্যাগ করলে যাত্রীরা এ দুর্ভোগের মুখে পড়েন।
কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় ভোর পাঁচটায় ব্যবস্থাপনা কর্মীরা কর্মস্থল ছেড়ে যান। এর চার ঘণ্টা পর সকাল নয়টায় ট্রেনের ড্রাইভার, সিগন্যালার এবং স্টেশনের কর্মীরা কর্মবিরতি শুরু করেন। এর ফলে নর্দার্ন লাইন ছাড়া বাকি সব লাইনের ট্রেন চলাচল আংশিক অথবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের লাখ লাখ নিয়মিত যাত্রী দুর্ভোগে পড়েন। কাজে যাওয়ার জন্য বাধ্য হয়ে তাঁদের বাস, ট্যাক্সি এবং নৌকায় চড়তে হয়। তাঁদের চলাচলের জন্য টেমস্ নদীতে অতিরিক্ত নৌকার ব্যবস্থা করা হয়। এ ছাড়া প্রায় ১০০ অতিরিক্তি যাত্রীবাহী বাস নামানো হয়।

No comments

Powered by Blogger.