‘গ্রুপ অব ডেথে’ রিয়াল-মিলান

মোনাকোতে কাল হয়ে গেল নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সঙ্গে ‘এ’ গ্রুপে দেখা হচ্ছে অভিষেকের অপেক্ষায় থাকা টটেনহাম হটস্পারের। রানার্স-আপ বায়ার্ন মিউনিখ পড়েছে ‘ই’ গ্রুপে। নয় বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে হোসে মরিনহো পরীক্ষা দেবেন সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান ও চারবারের চ্যাম্পিয়ন আয়াক্সের সঙ্গে। এটিকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। তিনবারের চ্যাম্পিয়ন ম্যানইউর ‘সি’ গ্রুপে পড়েছে স্কটল্যান্ডের রেঞ্জার্স ও স্পেনের ভ্যালেন্সিয়া। ‘ডি’ গ্রুপে বার্সেলোনা পেয়েছে সহজ প্রতিপক্ষ—প্যানাথিনাইকস, কোপেন হেগেন। ‘এফ’ গ্রুপে চেলসির সঙ্গী ফরাসি দল মার্সেই। ‘এইচ’ গ্রুপে আর্সেনাল পেয়েছে শাখতার দোনেত্স্ক, স্পোর্টিং ব্রাগাকে। গ্রুপ পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। ওয়েম্বলিতে ফাইনাল হবে আগামী বছর ২৮ মে। এএফপি।
কারা কোন গ্রুপে
গ্রুপ ‘এ’ ইন্টার মিলান , ভেরডার ব্রেমেন, টটেনহাম, টুয়েন্টে।
গ্রুপ ‘বি’ লিওঁ, বেনফিকা, শালকে, হ্যাপোয়েল তেল আবিব।
গ্রুপ ‘সি’ ম্যানইউ, ভ্যালেন্সিয়া, রেঞ্জার্স, বার্সাসপর।
গ্রুপ ‘ডি’ বার্সেলোনা, প্যানাথিনাইকস, কোপেনহেগেন, রুবিন কাজান।
গ্রুপ ‘ই’ বায়ার্ন মিউনিখ, রোমা, বাসেল, সিএফআর ক্লুজ।
গ্রুপ ‘এফ’ চেলসি, মার্সেই, স্পার্তাক মস্কো, জিলিনা।
গ্রুপ ‘জি’ এসি মিলান, রিয়াল মাদ্রিদ, আয়াক্স, অজেরি।
গ্রুপ ‘এইচ’ আর্সেনাল, শাখতার দোনেত্স্ক, স্পোর্টিং ব্রাগা, পার্টিজান বেলগ্রেড।

No comments

Powered by Blogger.