মরিনহো কিছু বলেননি

সবাই তো অবাক। হোসে মরিনহো এভাবে ফ্যাবিও ক্যাপেলোর সমালোচনা করলেন! তবে সবার চেয়ে অবাক হয়েছেন মনে হয় মরিনহো নিজেই। রিয়াল মাদ্রিদ কোচ বিস্মিত ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মিরর-এর কাণ্ড দেখে। যে কথা তিনি বলেননি, তা এমনভাবে ছেপে দিল ট্যাবলয়েডটি!
গত পরশু ডেইলি মিরর এমন একটা খবর ছাপে যে, মরিনহো ক্যাপেলোর সমালোচনা করে বলেছেন, ইংল্যান্ডের ব্যর্থতার কারণ তাদের ইতালিয়ান কোচ। ‘ক্যাপেলোকে দিয়ে ইংল্যান্ডের কিছু হবে না। ক্যাপেলো ইংল্যান্ডকে বড় কোনো শিরোপা জেতাতে পারবে না। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কটা একমুখী। আসলে খেলোয়াড়দের সঙ্গে শুধু চিত্কার-চেঁচামেচি করে কিছু হয় না। ওরা যেন আপনাকে বিশেষ ভাবে, সে রকম কিছু হতে হবে’—মরিনহো ডেইলি মিররকে নাকি এমনটাই বলেছিলেন। পত্রিকাটি লিখেছে সেটাই।
এই খবর ছাপা হওয়ার পর কোচের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, ‘আমরা বিশ্বকাপে ভালো খেলিনি ঠিক, কিন্তু এতেই তিনি বাজে ম্যানেজার হয়ে যাননি। অনেক মানুষই খুব বেশি বুঝে ফেলে এবং খুব দ্রুত।’
মরিনহোর কথার সূত্র ধরে ফার্ডিনান্ডের আসলে ক্যাপেলোর পাশে না দাঁড়ালেও চলত। কারণ ডেইলি মিরর-এ খবরটি ছাপা হওয়ার পর বিস্মিত মরিনহো বলেছেন, ‘এটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট খবর।’ ডেইলি মিররকে এমন কথা না বলার বিষয়টি পরশু বিকেলে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন তাঁর মুখপাত্র এলাদিও পারামেস, ‘ডেইলি মিরর-এ ছাপা হওয়া সাক্ষাত্কারটি মিথ্যা। হোসে মরিনহো এই পত্রিকাটির সঙ্গে কথাই বলেননি।’
বানোয়াট খবর ছাপার জন্য মরিনহো ডেইলি মিরর-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন পারামেস।

No comments

Powered by Blogger.