চীনে গেছেন উত্তর কোরীয় নেতা কিম জং ইল

উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনার জন্য চীনে গেছেন উত্তর কোরীয় নেতা কিম জং ইল। সঙ্গে আছেন ছোট ছেলে কিম জং উন। ধারণা করা হচ্ছে, উনের প্রতি চীনের সমর্থন আদায়ের জন্যই ইলের এই সফর। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং খাদ্য, জ্বালানিসহ প্রয়োজনীয় অনেক কিছুর জন্য সরাসরি চীনের ওপর নির্ভরশীল।
আগামী মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি বিশেষ বৈঠকে বসবে। ওই বৈঠকেই নির্ধারণ করা হবে, অন্যান্য দেশ থেকে বিচ্ছিন এই কমিউনিস্ট দেশটির পরবর্তী কর্ণধার কে হবেন। তবে ধারণা করা হচ্ছে, উত্তর কোরীয় পার্লামেন্ট শেষ পর্যন্ত ইলের ছেলে কিম জং উনকেই তাদের পরবর্তী নেতা হিসেবে বেছে নেবে।

No comments

Powered by Blogger.