আবেদি পেলের আরেক ছেলে

মার্ক ওয়াহর জাতীয় দলে অভিষেক হয়েছিল ভাই স্টিভ ওয়াহ বাদ পড়ায়। এ নিয়ে আফসোস করতে হয়নি, পরে দুই ভাই মিলে অনেক ইতিহাস তৈরি করেছেন। এবার জর্ডান আইয়ুকে জায়গা করে দিতে বাদ পড়লেন ইব্রাহিম আইয়ু। তবে ঘানা ফুটবল দলে আছেন তাঁদের আরেক ভাই আন্দ্রে আইয়ু।
হঠাৎ এই আইয়ু ভাইদের গল্প কেন? কারা তাঁরা? তাঁরা আবেদি আইয়ুর তিন ছেলে। এতেও বুঝতে পারলেন না? ইব্রাহিম, আন্দ্রে ও জর্ডানের বাবা ঘানার বিখ্যাত সেই আবেদি পেলে! আবেদি পেলের পরিবারটাই যেন ঘানা জাতীয় দলের একটা টুকরো ছবি।
আবেদি পেলের ভাই কাওয়ামে আইয়ুও ঘানার হয়ে ২৫ ম্যাচ খেলেছেন। তার মানে, জর্ডান এই পরিবারের পঞ্চম সদস্য হিসেবে জাতীয় দলে খেলতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই তিনি মহা খুশি। এখন স্বপ্ন দেখছেন জাতীয় দলে তিন ভাই একসঙ্গে খেলার।
তিন ভাই শুধু কেন? সংখ্যাটা চারও হতে পারে। ইমানি আইয়ু নামের আবেদি পেলের আরেক ছেলেও তো ফুটবল খেলে।

No comments

Powered by Blogger.