সাধারণ সূচক বেড়েছে ৮০.২০ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ রোববার লেনদেন বেশ বেড়েছে। আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৮০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮৯ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৬৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১০৭টির। সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো আরএকে সিরামিকস, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, গ্রামীণফোন, ডেল্টা স্পিনার্স ও কাশেম ড্রাইসেলস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি আটোকারস, আলফা টোব্যাকো, কাশেম সিল্ক ও মডার্ন ডাইং।

No comments

Powered by Blogger.