আর্জেন্টিনার প্রথম সমকামী দম্পতিকে নিখরচায় মধুচন্দ্রিমার প্রস্তাব

মেক্সিকো সিটি সমকামীদের বিয়ের অনুমতি দিয়েছিল আগেই। আর্জেন্টিনা দিয়েছে গত বৃহস্পতিবার। মেক্সিকো সিটি বলেছে, আর্জেন্টিনার যে সমকামী জুটি প্রথম বিয়ে করবেন, তাঁরা বিনা খরচে এই শহরে মধুচন্দ্রিমা করতে পারবেন। এমনকি অবকাশযাপন কেন্দ্র কানকুনেও তাঁরা বিনা খরচে বেড়াতে পারবেন।
এ ব্যাপারে মেক্সিকো সিটির পর্যটনবিষয়ক শীর্ষ কর্মকর্তা আলেজান্দ্রো রোজাস বলেছেন, আর্জেন্টিনার প্রথম বিবাহিত সমকামী দম্পতির মধুচন্দ্রিমার পুরো খরচ মেক্সিকো সিটি ও কানকুন কর্তৃপক্ষ বহন করবে।
আর্জেন্টিনা সরকার বৃহস্পতিবার সমকামীদের বিয়ের আইনি অনুমতি দেয়। এর আগে ২০০৯ সালে সমকামীদের বিয়ের অনুমতি দেয় মেক্সিকো সিটি। পাশাপাশি তারা সমকামী দম্পতিদের সন্তান দত্তক নেওয়ারও অনুমতি দেয়।
মেক্সিকো সিটি কর্তৃপক্ষ বলেছে, তারা আর্জেন্টিনার সমকামী নবদম্পতির বিমানভাড়া দেবে। মধুচন্দ্রিমার বাকি খরচ বহনের জন্য তারা এখন বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।
কর্তৃপক্ষের বিনা খরচে মধুচন্দ্রিমার এ প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মেক্সিকো সিটির বাসিন্দারা। তাদের অনেকে বলেছে, মেক্সিকো সিটির প্রতি সমকামী পর্যটকদের আকর্ষণ বাড়াতে কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। আবার অনেকে বলেছে, এর মাধ্যমে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ সমকামীদের বিয়ের প্রতি সহিষ্ণুতার পরিচয় দিয়েছে।

No comments

Powered by Blogger.