আইন ভাঙায় বাইডেনের নির্বাচনী প্রচার সংস্থাকে জরিমানা

নির্বাচনী আইন ভাঙার অপরাধে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার সংস্থাকে জরিমানা করেছে সে দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রচারণা চালানোর সময় এই আইন ভঙ্গের ঘটনা ঘটে। এই অপরাধে সংস্থাটিকে দুই লাখ ১৯ হাজার ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
বাইডেন ফর প্রেসিডেন্ট নামের ওই সংস্থার মাধ্যমে প্রচারণা চালানোর সময় জো বাইডেন একটি বেসরকারি বিমান ব্যবহার করেন এবং বিভিন্ন ব্যক্তির দেওয়া চাঁদা গ্রহণ করেন, যা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আইনকে ছাড়িয়ে যায়। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই জরিমানার কথা জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের একটি নিরীক্ষা প্রতিবেদনে এই অনিয়মের বিষয়টি প্রকাশ পায়।

No comments

Powered by Blogger.