ম্যারাডোনাকে অনুরোধ হেইঞ্জের

এল বিদায়ের ক্ষণ—জার্মানির কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়ার পর আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা দিয়েছেন এমন ইঙ্গিত। তবে ফরাসি ক্লাব মার্শেইয়ের ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ তাঁর কোচকে একটা অনুরোধ রেখেছেন—যেয়ো না ডিয়েগো!
একটু সময় যাক, সবকিছু একটু স্তিমিত হোক; এর পরই সিদ্ধান্ত নেওয়া যাবে—ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা তাঁর কোচকে উদ্দেশ করে বলেছেন এমনই, ‘এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয়। আবেগটা স্তিমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।’ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হলেও ম্যারাডোনা ভালোই করেছেন, বললেন হেইঞ্জ, ‘ডিয়েগো দারুণ কাজ করেছেন এবং তাঁর কোচ হিসেবে থেকে যাওয়াটা হবে দারুণ।’
হেইঞ্জ তাঁর কোচের প্রশংসা করলেও কেউ কেউ ম্যারাডোনার খেলোয়াড় নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন। জার্মানির বিপক্ষে ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার ডিয়েগো মিলিতোকে বেঞ্চে বসিয়ে রাখার ব্যাপারটা সামনে আনছেন অনেকে। কেউ আবার মাঝমাঠে এস্তেবান ক্যাম্বিয়াসোর অভাবটা অনুভব করছেন। যাঁকে ম্যারাডোনা বিশ্বকাপ দলেই রাখেননি।
কিন্তু ৩২ বছর বয়সী হেইঞ্জ তাঁর কোচের দল নির্বাচনে কোনো গলদ খুঁজে পাচ্ছেন না, ‘আমি দল নির্বাচন সমর্থন করে যাব। সমর্থন করে যাব এই দলটিকেও। দক্ষিণ আফ্রিকায় আমাদের পারফরম্যান্স থেকে ইতিবাচক অনেক কিছুই নিতে পারি আমরা।’

No comments

Powered by Blogger.