চট্টগ্রাম কাস্টম হাউস- লক্ষ্যমাত্রার চেয়ে ১০৮ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

চট্টগ্রাম কাস্টম হাউসে সদ্য সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ১০৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৬৯৫ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৬ হাজার ৮০৩ কোটি টাকা, যা আগের ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে এক হাজার ৮৪১ কোটি টাকা বেশি। স্বাধীনতার পর থেকে এ নিয়ে ছয়বার লক্ষ্যমাত্রা অর্জন করল চট্টগ্রাম কাস্টম হাউস।
কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, আমদানিপণ্যের সঠিক শুল্ক মূল্যায়ন, গোয়েন্দা নজরদারি ও কার্যকর টিমওয়ার্কের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এ ছাড়া বিশেষ উদ্যোগ নিয়েও পুরোনো রাজস্ব আদায় হয়েছে গত অর্থবছরে।

No comments

Powered by Blogger.