বিশ্বকাপ উৎসব ২০১০ উদযাপিত

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের যৌথ উদ্যোগে ৩ জুলাই ‘বিশ্বকাপ উৎসব ২০১০’ উদযাপন করা হয়। এর মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের করপোরেট গ্রাহকদের একত্রিত করা। রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাত্রা শুরুর পর থেকেই রবি বাংলাদেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে হোটেল আগ্রাবাদ ৪০ বছর ধরে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ৪০ বছর পূর্তি উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও জার্মানির মধ্যবর্তী উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলাটি উপভোগ করেন।
অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু বলেন, এই করপোরেট সন্ধ্যার মাধ্যমে করপোরেট ও সেবা—দুটি সেক্টরকে একত্রিত করতে পেরে রবি সত্যিকার অর্থেই আনন্দিত।
হোটেল আগ্রাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাকিম আলী ব্যতিক্রম এই উদ্যোগে হাত মেলানোর জন্য রবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

No comments

Powered by Blogger.