ইরানে মানবাকৃতির নতুন রোবট উদ্বোধন

বিভিন্ন ধরনের সংবেদনশীল কাজে ব্যবহারের উপযোগী করে একটি মানবাকৃতির রোবট তৈরি করেছেন ইরানের বিজ্ঞানীরা। প্রাচীন আমলের একজন পারসিক যোদ্ধার নামানুসারে এটির নাম রাখা হয়েছে সুরেনা-২। গত শনিবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এটির উদ্বোধন করেন।
খবরে জানানো হয়, প্রায় দেড় মিটার উচ্চতার এ রোবটটির ওজন ৪৫ কিলোগ্রাম। মানুষের মতো হাত ও পায়ের ব্যবহারের মাধ্যমে ধীরগতিতে নড়াচড়া করতে পারে এটি। কোনো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কাজে মানুষের পরিবর্তে ব্যবহার করার জন্য এ ধরনের রোবট তৈরি করা হয়েছে।

No comments

Powered by Blogger.