মিডলসেক্সের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩০১/৭

ইংল্যান্ড সফরের দ্বিতীয় একদিনের প্রস্তুতিম্যাচে রানে ফিরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আজ সোমবার লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছে ৭ উইকেটে ৩০১ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেছেন জহুরুল ইসলাম। ইমরুল কায়েসের সংগ্রহ ৭৭ রান। এছাড়া সাকিব আল হাসান ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়ে করেছেন ৩৮ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে ঝড়ো সূচনা করেন তামিম ইকবাল। তিনি ২০ বলে ২৮ রান করে দলীয় ৩৩ রানের মাথায় আউট হন। এরপর জুনায়েদ সিদ্দিকী ১০ রান করে আউট হন দলীয় ৫০ রানের মাথায়। এর পরপরই জহুরুল ও ইমরুল কায়েসের মধ্যে গড়ে ওঠে ১৪৩ রানের জুটি। এই জুটি মাত্র ৩৩ দশমিক দুই ওভারেই দলীয় সংগ্রহ দাঁড় করান ১৯৩ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ মুশফিকুর রহিমের ২৭ বলে ২৫ ও অধিনায়ক মাশরাফির ১১ বলে ১৬ রানের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ তিনশ ছাড়িয়ে যায়।
মিডলসেক্সের পক্ষে ৫১ রানে ৩ উইকেট নেন ইভানস। উইলিয়ামস নেন ২টি উইকেট। এছাড়া রোলান্ড জোনস ও স্মিথ দুজনেই ১টি করে উইকেট দখল করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিডলসেক্স বাংলাদেশের ৩০১ রানের জবাবে ব্যাট করতে নেমেছে।

No comments

Powered by Blogger.