কিউবায় অনশনরত ভিন্নমতাবলম্বী মৃত্যুর দ্বারপ্রান্তে

কিউবায় অনশনরত এক ভিন্নমতাবলম্বী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
২৬ জন অসুস্থ রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে গুইলার্মো ফারিনাস (৪৮) নামের ওই ভিন্ন মতাবলম্বী গত ফেব্রুয়ারি থেকে অনশন করছেন। তাঁকে হাসপাতালে শিরাপথে খাদ্য দেওয়া হচ্ছে। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শিরায় এমন একটি রক্তপিণ্ড তৈরি হয়েছে, যার কারণে তিনি মারা যেতে পারেন।
কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে পরিচিত গ্রানমা পত্রিকা ফারিনাসের চিকিৎসক আর্মান্দো কাবাল্লেরোর এক সাক্ষাৎকার প্রকাশ করে। সাক্ষাৎকারে কাবাল্লেরো জানান, ফারিনাস সান্তা ক্লারায় তাঁর বাড়িতে অজ্ঞান হয়ে পড়ার পর গত ১১ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিরাপথে খাবার খাওয়ানো হচ্ছে। কিন্তু গত সপ্তাহে তাঁর ঘাড়ের শিরায় একটি রক্তপিণ্ড তৈরি হয়, যা তাঁর হূদযন্ত্রে রক্তপ্রবাহ বন্ধ করে দিতে পারে।

No comments

Powered by Blogger.