বেক্সটেক্স লিমিটেডের ১৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

বেক্সটেক্স লিমিটেড ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।
গাজীপুরের কাশিমপুরের সারাবোতে বেক্সিমকো শিল্পপার্কে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এতে কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক এম এ কাশেম ও এ বি সিদ্দিকুর রহমান, আইনি উপদেষ্টা রফিক-উল হক এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মো. আসাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০০৯ সালে বেক্সটেক্স লিমিটেডের মোট মুনাফা ও নিট মুনাফা হয় যথাক্রমে ২৯২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা ও ৯৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা।

No comments

Powered by Blogger.