মেসি একা পারবেন না!

বিশ্বকাপ না খেলা সবচেয়ে বড় তারকা মনে করা হয় তাঁকে। না খেললে কী হবে, তিনি ঠিক ঠিক জানেন, একা একজন কোনো দলকে বিশ্বকাপ জেতাতে পারেন না। বিশ্বকাপ শুরু হয়েছে সপ্তাহখানেক হয়েছে এই এক সপ্তাহের খেলার বিশ্লেষণ করতে গিয়ে রিয়াল মাদ্রিদের সভাপতি ডি স্টেফানো নির্দিষ্ট কোনো ফেবারিট দলও দেখতে পাননি।
‘আমার কাছে কে বিশ্বকাপ জিততে পারে বলে মনে হয়েছে? সেই একই নাম। ইউরোপ থেকে স্পেন, ফ্রান্স আর ইংল্যান্ড এবং আমেরিকা থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল’—বিশ্বকাপ ফেবারিট বাছতে বলায় ডি স্টেফানো বলেছেন এই কথা। আর্জেন্টিনার মানুষ মনে করে, ছিয়াশিতে যেমন ডিয়েগো ম্যারাডোনা পেরেছিলেন, এবার লিওনেল মেসিও তেমনই একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারেন। কিন্তু কিংবদন্তি ডি স্টেফানো তা মনে করেন না, ‘মেসি দুর্দান্ত। ওর মান এবং স্কিল দুটোই অসাধারণ। তবে ফুটবলে গুরুত্বপূর্ণ ব্যাপার দল। একা কেউ কখনো কিছু জিততে পারে না।

No comments

Powered by Blogger.