জাপানের নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কানের বিরুদ্ধে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এ প্রস্তাব উত্থাপন করে।
দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) দলের নেতাদের পরিবর্তন করার পর এলডিপি অভিযোগ তোলে, প্রধানমন্ত্রী নাওতো কানের জনপ্রিয়তা নেই। পরে তারা কানের বিরুদ্ধে নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। তারা নিম্নকক্ষ ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানায়।
তবে নিম্নকক্ষে ডিপিজে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় কান অনাস্থা ভোটে সহজেই উতরে যাবেন বলে মনে করা হচ্ছে। ডিপিজের পার্লামেন্ট (ডায়েট) বিষয়ক কমিটির চেয়ারম্যান শিনজি তারুতোকো বলেন, ‘আমরা সহজেই উতরে যেতে পারব।’ তবে অনাস্থা ভোটে হেরে গেলে কানকে পদত্যাগ করে নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিতে হতে পারে।

No comments

Powered by Blogger.