ব্যাটিং-ব্যর্থতায় হারল বাংলাদেশ

শুরু আর শেষে এমন অমিল! তামিম ইকবাল-ইমরুল কায়েসের মারকাটারি ব্যাটিংয়ে মাত্র ২.৫ ওভারেই ওপেনিং জুটিতে চলে এল ৩৫ রান। সেখান থেকে বাংলাদেশ অলআউট মাত্র ১৬৭ রানে! শ্রীলঙ্কার রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ২৯ ওভার ৪ বল বাকি থাকতেই।
এশিয়া কাপে কাল নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে একটু বেশিই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন তামিম ও ইমরুল। প্রাভিন কুমারের প্রথম ওভারেই ৯ রান, জহির খানের দ্বিতীয় ওভারে এল ১৬ আর প্রাভিনের পরের ওভারে ১০ রান। কিন্তু বেশি বেশি শট খেললে যা হয়, প্রাভিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ড্রাইভ করতে গিয়ে কাভারে সুরেশ রায়নার দুর্দান্ত ক্যাচ তামিম। দ্বিতীয় উইকেটে ইমরুল-মোহাম্মদ আশরাফুল মিলে ৪৬ রানের জুটি গড়লেও বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেছে ৩৪.৫ ওভারেই। টপ-মিডল অর্ডার মিলিয়ে চরম ব্যাটিং ধস, সর্বোচ্চ রান ইমরুলের ৩৭। ইমরুলসহ ব্যাটসম্যানদের প্রায় সবাই ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই, পারেননি বড় জুটি গড়তেও।
বাংলাদেশের ইনিংস ভেঙে পড়েছে মূলত বীরেন্দর শেবাগের অফ স্পিনের সামনেই। মাত্র ২.৫ ওভার বল করেই, ক্যারিয়ার-সেরা বোলিং—৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে ইনিংসের ৩৫তম ওভারের প্রথম, চতুর্থ ও পঞ্চম বলেই নিয়েছেন ৩টি। তবে ব্যাট হাতে শেবাগ ব্যর্থ, মাত্র ১১ রান করে মাশরাফি বিন মুর্তজার বলে কট বিহাইন্ড। দল হারলেও ৩৭ রানে ২ উইকেট নিয়ে সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা খারাপ হয়নি মাশরাফির। তাঁর অন্য উইকেটটি ভারতের হয়ে সর্বোচ্চ ৮২ রান করা গৌতম গম্ভীরের। পরপর ২ বলে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে সাকিবের উইকেটও ২টি।

No comments

Powered by Blogger.