ভারতে যৌথ বাহিনীর অভিযানে ১২ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতে যৌথ বাহিনী সন্দেহভাজন ১২ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। তাঁদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে মেদিনীপুর জেলার জঙ্গলমহলে মাওবাদী বিদ্রোহীদের দমনে পরিচালিত অভিযানের সময় এ ঘটনা ঘটে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরজিত কর পুরকায়স্থ জানান, মাওবাদী বিদ্রোহীরা রঞ্জার জঙ্গলে গোপনে বৈঠক করছে—এ খবর পেয়ে যৌথ বাহিনী সেখানে অভিযান শুরু করে। এ পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে যৌথ বাহিনী ১২ বিদ্রোহীর নিহত হওয়ার দাবি করেছে।
এর আগে গত সোমবার ভারতীয় যৌথ বাহিনী মাওবাদী সহিংসতার জন্য ‘রেড করিডোর’খ্যাত ঝাড়খন্ডে ১০ বিদ্রোহীকে হত্যা করে। গত বছর ভারত সরকার মাওবাদী বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করে। তখন থেকেই মাওবাদী বিদ্রোহীরা বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। গত এপ্রিলে ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় পুলিশের ৭৬ সদস্য নিহত হন।

No comments

Powered by Blogger.