ফ্রিডম ফ্লোটিলার ত্রাণ গাজায় পাঠানো হবে

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনীর জব্দ করা ত্রাণসামগ্রী জাতিসংঘের মাধ্যমে গাজায় পাঠানো হবে। গত মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে গাজায় ক্ষমতাসীন দল হামাস ওই ত্রাণ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আশা প্রকাশ করেছেন, ফ্রিডম ফ্লোটিলায় হামলার ঘটনায় তাঁর প্রস্তাবিত আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব ইসরায়েল মেনে নেবে।
গত ৩১ মে গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলায় হামলা চালান ইসরায়েলি সেনারা। ওই হামলায় নয়জন নিহত হয়। এর কয়েক দিন পর গাজা অভিমুখী আরেকটি ত্রাণবাহী জাহাজও আটকে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, ফ্রিডম ফ্লোটিলার ছয়টি জাহাজ থেকে জব্দ করা ত্রাণসামগ্রী ৭০টি ট্রাকে করে গাজায় পাঠানো হবে। তবে এসব ত্রাণ পরীক্ষা করে দেখা হবে। জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক দূতের মুখপাত্র রিচার্ড মিরন জাতিসংঘের তত্ত্বাবধানে এসব ত্রাণ গাজায় পাঠানোর উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন

No comments

Powered by Blogger.