ইসরায়েলের গোয়েন্দা ছিলেন হামাসের প্রতিষ্ঠাতার ছেলে!

জঙ্গি সংগঠন হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসুফের ছেলে মোসাব হাসান ইউসুফ ফিলিস্তিন আন্দোলনের ভেতরে থেকে ইসরায়েলের ‘শিন বেইত’ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। ইসরায়েলের হারেত্জ পত্রিকায় গতকাল বুধবার এ খবর ছাপা হয়। খবর এএফপির।
শুক্রবার প্রকাশিতব্য এক নিবন্ধে বলা হয়, ইসরায়েল ৩২ বছর বয়সী মোসাব হাসান ইউসুফের সহায়তায় ফিলিস্তিনিদের কয়েক ডজন হামলা প্রতিহত করেছে। এ ছাড়া ইসরায়েল মোসাবের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম তীর আন্দোলনের এক সময়কার সামরিক প্রধান ইব্রাহিম হামিদ এবং ২০০০ সালের ফিলিস্তিন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মারওয়ান বারগোতিকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা সংস্থার কাছে ইউসুফ ‘দ্য গ্রিন প্রিন্স’ নামে পরিচিত। খ্রিষ্টধর্ম গ্রহণকারী ইউসুফ এখন ক্যালিফোর্নিয়ায় থাকেন।

No comments

Powered by Blogger.