ধর্মঘটে অচল গ্রিস

ধর্মঘটে অচল হয়ে পড়েছে গ্রিস। সরকারের নতুন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের প্রতিবাদে গ্রিসের হাজার হাজার নাগরিক গতকাল বুধবার এক দিনের ধর্মঘট পালন করে। দেশটির বিমান, ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ থাকে। ফলে বিশ্বের অন্যান্য দেশ থেকে গ্রিস বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি। বন্ধ ছিল বিভিন্ন মন্ত্রণালয় ও পৌর কার্যালয়ের কার্যক্রমও। সারা দেশে হাসপাতালগুলোর শুধু জরুরি বিভাগ খোলা রাখা হয়।
উপপ্রধানমন্ত্রী থিওডোরস প্যানগালোস বলেছেন, ধর্মঘটে সরকার বিচলিত নয়। দেশের স্বার্থে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে এসব বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাবে সরকার। গ্রিসে গত দুই সপ্তাহে এটি দ্বিতীয় বৃহত্তর হরতাল।

No comments

Powered by Blogger.