সাবমেরিনে কাজের অনুমতি পেলেন মার্কিন নারীরা

যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো নারীরা সাবমেরিনে কাজ করার অনুমতি পাচ্ছেন। মার্কিন নৌবাহিনী সাবমেরিনে নারীদের যোগ দেওয়ার অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা এ সুযোগ পেতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে মার্কিন নৌবাহিনীর সাবমেরিনে একচেটিয়া পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের অবসান ঘটবে।
কর্মকর্তারা জানান, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সুপারিশটি মঞ্জুর করে গত সোমবার আইনপ্রণেতাদের এই পরিকল্পনার কথা জানিয়ে কংগ্রেসে চিঠি পাঠিয়েছেন।
প্রেস সেক্রেটারি জিওফ মোরেল সাংবাদিকদের বলেন, ‘নৌমন্ত্রী রে ম্যাবাস এবং চিফ অব ন্যাভাল অপারেশন অ্যাডমিরাল গ্যারি রোহেড এ পরিবর্তনের ব্যাপারে ইতিমধ্যে রবার্ট গেটসকে অবহিত করেছেন এবং গেটস এটি অনুমোদন করে কংগ্রেসে পাঠিয়েছেন।’
কর্মকর্তারা জানান, এটা কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে আইনপ্রণেতাদের এ বিষয়ে মন্তব্য করতে হবে।
মার্কিন নারীরা ইতিমধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমানে কাজ করেছেন। কিন্তু পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিনগুলোতে তাঁদের কাজের অনুমতি ছিল না।

No comments

Powered by Blogger.