কমনওয়েলথ থেকে বেরিয়ে যেতে পারে ফিজি

ফিজির সামরিক নেতা বলেছেন, নির্বাচনের জন্য পীড়াপীড়ি করলে তাঁর দেশ কমনওয়েলথ থেকে বেরিয়ে যেতে পারে। গতকাল বুধবার ফিজি ব্রডকাস্টিং করপোরেশনের (এফবিসি) এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
ভোরেজ বাইনিমারামা ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের পর গণতন্ত্র পুনরুদ্ধারে ২০০৯ সালের মার্চ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ভঙ্গ করেন। এ কারণে গত বছরের সেপ্টেম্বরে কমনওয়েলথ ফিজির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে।
বাইনিমারামা বলেন, সংস্কার এবং ২০১৪ সাল নাগাদ নির্বাচন অনুষ্ঠানের আগে নতুন সংবিধান প্রণয়নে তাঁর সরকারের পরিকল্পনাগুলো অনুধাবনে ব্যর্থ হয়েছে কমনওয়েলথ। তাই বিরক্তির হাত থেকে রক্ষা পেতে ফিজি কমনওয়েলথ থেকে নিজেকে সম্পূর্ণ প্রত্যাহার করে নিতে পারে।
তিনি আরও বলেন, ২০১৪ সাল নাগাদ নির্বাচন অনুষ্ঠানের পর কমনওয়েলথের সঙ্গে ফের সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং তাঁর সরকারকে স্বীকৃতি না দিলে এ সময়ে সংস্থাটি ফিজি থেকে দূরে থাকতে পারে।
বাইনিমারামা ২০০৬ সালের ডিসেম্বরে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল এবং এপ্রিলে সংবিধান বাতিল করেন। এ ছাড়া তিনি বিচারকদের বরখাস্ত ও সংবাদমাধ্যমের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেন।
গত বছর নির্বাচন দেওয়ার অঙ্গীকার ভঙ্গ করায় ১৬ জাতির ‘প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম’ও ফিজির সদস্যপদ স্থগিত করে

No comments

Powered by Blogger.