ডিক চেনির অবস্থার উন্নতি

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির অবস্থার উন্নতি হয়েছে। গত সোমবার তিনি পঞ্চমবারের মতো মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জর্জ ওয়াশিংটন হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার তাঁর ব্যক্তিগত সহকারী পিটার লং এক বিবৃতিতে চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করেন। এএফপি।
পিটার লং জানান, স্বাস্থ্য পরীক্ষার পর চিকিত্সকেরা নিশ্চিত হয়েছেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ‘মাইল্ড হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়েছেন। তবে তিনি বর্তমানে অনেকটা সুস্থ। আগামী দু-এক দিনের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন।
ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তার বিস্তারিত জানানো হয়নি।
৬৯ বছর বয়সী ডিক চেনি ১৯৭৮ সালে প্রথম হূদরোগে আক্রান্ত হন। এ নিয়ে তাঁর পঞ্চমবারের মতো মৃদু হার্ট অ্যাটাক হলো। ২০০১ সালে অপারেশনের মাধ্যমে তাঁর হার্টে পেসমেকার বসানো হয়।

No comments

Powered by Blogger.