পাকিস্তানে তিনজনের শিরশ্ছেদ করেছে তালেবান

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিরা যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে তিন ব্যক্তির শিরশ্ছেদ করেছে। মঙ্গলবার মির আলী এলাকায় রাস্তার পাশে একটি ডাস্টবিনে জঙ্গিরা মস্তকবিহীন লাশ ফেলে রেখে যায়। এদের মধ্যে দুজন পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগানিস্তানের নাগরিক ও অন্যজন স্থানীয় উপজাতি বাসিন্দা। গতকাল বুধবার স্থানীয় পুলিশ এ খবর নিশ্চিত করে। এএফপি।
উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের পুলিশ কর্মকর্তা মুনির জামান বলেন, মৃতদেহগুলোর সঙ্গে চিরকুট সেঁটে দেওয়া ছিল। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমেরিকার চর হিসেবে কাজ করার শাস্তি হিসেবে তাদের শিরশ্ছেদ করা হয়েছে। যারাই এ কাজ করবে তাদের একই ভাগ্য বরণ করতে হবে।’
অন্য একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, উত্তর ওয়াজিরিস্তানে আইনের শাসন একেবারেই অনুপস্থিত। এটা তালেবান-অধ্যুষিত এলাকা বলে পরিচিত। সম্প্রতি এখানে মার্কিন বিমান থেকে তালেবান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

No comments

Powered by Blogger.