ঢাকার প্রথম হার

জয়ের জন্য এক দিনে প্রয়োজন ৩১৮ রান, তবে সেদিকে দৃষ্টি দেওয়ার অবস্থাই ঢাকার ছিল না। হাতে যে উইকেটই ছিল মাত্র ৬টি! তৃতীয় দিনেই ৪ উইকেট হারানো ঢাকা কাল বাকি ৬ উইকেট হারিয়েছে ২৮.১ ওভারেই। ২২৯ রানে অলআউট হয়ে মোহাম্মদ শরীফের দল খুলনার কাছে ম্যাচও হেরেছে ঠিক ২২৯ রানেই। এবারের লিগে ছয় ম্যাচে ঢাকার এটি প্রথম পরাজয়।
অপরাজিত ৩ রান নিয়ে আগের দিন শেষ করা নাদিফ চৌধুরী কাল আউট হয়েছেন আর এক রানও না করে, ৫২ রানে দিন শুরু করা শুভাগত চৌধুরী যোগ করেছেন মাত্র ১৫। শুভাগতর ৬৭ রানের ইনিংসে চার ৮টি, ছয় একটি। ৩ চার, এক ছয়ে ৩০ রান করেছেন অধিনায়ক শরীফ। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা খুলনার পেসার রবিউল ইসলাম।
এই রাউন্ডের অন্য ম্যাচটিতে ফলাফল হয়ে গিয়েছিল তৃতীয় দিন শেষেই। সে ম্যাচে রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাতীয় লিগের পরের রাউন্ডের খেলা।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২৪৪ ও ৩২৫
ঢাকা: ১১১ ও ২২৯ (শুভাগত ৬৭, আইয়ুব ৫৭, শরীফ ৩০; রবিউল ৫/৬২, ডলার ৩/৫২, তুষার ১/০, তাপস ১/৫০)।

No comments

Powered by Blogger.