মঠাধ্যক্ষের কারাদণ্ড

একজন বৌদ্ধ মঠাধ্যক্ষকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি কারা আদালত। গতকাল শুক্রবার বিরোধীদলীয় একটি সূত্র এ কথা জানায়।
তাইওয়ান সফর শেষে দেশে ফেরার পর গত আগস্টে মঠাধ্যক্ষ গাউ থিটাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বুধবার ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাঁকে ওই কারাদণ্ড দেন। গাউ থিটাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
গত ২৬ আগস্ট ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে গাউ থিটার সঙ্গে আরও সাত ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পরে কোনো অভিযোগ আনা ছাড়াই তাঁদের মুক্তি দেওয়া হয়।

No comments

Powered by Blogger.