২০১১ বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু

অপেক্ষার বীজ তো বোনা হয়েছে কত আগেই। সবাই অপেক্ষা করে আসছে ২০১১ বিশ্বকাপের। অপেক্ষার সময় কমতে কমতে কাল সেটা নেমে এসেছে এক বছরে। অপেক্ষার এক বছর—দক্ষিণ এশিয়া বিশ্বকাপের অপেক্ষার উল্টোগনাও আনুষ্ঠানিকভাবে কাল শুরু করে দিয়েছে আইসিসি।
আজ থেকে গুনলে আর মাত্র ৩৬৪ দিন বাকি। ১৯ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে থাকবে ঢাকার মিরপুরে। সেখানেই ২০১১ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের বিশ্বাস, আয়োজক তিন দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে দক্ষিণ এশিয়া বিশ্বকাপকে সাফল্যে ভরিয়ে দেবে, ‘আমার বিশ্বাস, সময়ের সবচেয়ে সেরা আয়োজনটাই করবে তারা।’ আর টুর্নামেন্টের পরিচালক রত্নাকর শেঠি জানালেন পুরোদমে এগিয়ে চলছে কাজ, ‘তিনটি আয়োজক দেশই তুমুল বেগে কাজ করে যাচ্ছে।’
দর্শক থেকে শুরু করে সবাই তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। অপেক্ষা করছেন খেলোয়াড়েরাও। অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের অপেক্ষা আরেকটি বিশ্বকাপে চুমো আঁকার, ‘এখনো অনেক কাজ করতে হবে। তবে আমি নিশ্চিত যে উপমহাদেশে আমরা টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের জন্য তৈরি হয়েই যাব।’
বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন দেখছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তানও। আর ছোট দলগুলোর স্বপ্ন ভালো কিছু উপহার দেওয়ার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান যেমন বলছেন, ‘বাংলাদেশের জন্য ২০১১ বিশ্বকাপটা বড় এক ব্যাপার। ওয়ানডেতে আমাদের কিছু খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকালে আশা করার মতো কিছু আমি দেখতে পাই।’

No comments

Powered by Blogger.