ক্রিকইনফো অ্যাওয়ার্ডে তিন দেশের সমতা

ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০০৯ জিতেছেন ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাই টেস্টে ২৯৩ রানের ইনিংসটির জন্য সেরা টেস্ট পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন বীরেন্দর শেবাগ। ব্যাট হাতে ওয়ানডের সেরা পারফরমার শচীন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দরাবাদে ১৭৫ রানের ইনিংসটির জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিস গেইলের ৮৮ রানের ইনিংসটি নির্বাচিত হয়েছে টি-টোয়েন্টির সেরা পারফরম্যান্স হিসেবে।
গেইলের সতীর্থ জেরম টেলর নির্বাচিত হয়েছেন টেস্টের সেরা বোলিং পারফরমার, কিংস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১১ রানে নেওয়া ৫ উইকেটের জন্য। ওয়ানডের সেরা পারফরম্যান্স দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শহীদ আফ্রিদির ৩৮ রানে ৬ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেওয়া উমর গুলের ৬ রানে ৫ উইকেট নির্বাচিত হয়েছে টি-টোয়েন্টির সেরা পারফরম্যান্স। স্ট্যাটসগুরু বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন গৌতম গম্ভীর, বর্ষসেরা বোলার স্টুয়ার্ট ব্রড। ২০০৯ সালে ক্রিকেটের তিন সংস্করণের সেরা ব্যক্তিগত পারফরমারদের নির্বাচিত করেছেন জিওফ বয়কট, ইয়ান চ্যাপেল, সঞ্জয় মাঞ্জরেকার, হার্শা ভোগলে, ড্যারিল কালিনান, ডেভিড লয়েড, টনি গ্রেগ, পিটার রোবাক, রমিজ রাজা এবং ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড।

No comments

Powered by Blogger.