ব্যাডমিন্টন ফেডারেশনের ওপর স্থগিতাদেশ

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন অস্থায়ী কমিটির কার্যক্রমকে ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন আদালত। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ গত পরশু এই আদেশ দিয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি গঠিত নতুন অস্থায়ী কমিটিকে কেন অবৈধ এবং আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, পরিচালকদ্বয়কে (প্রশাসক ও অর্থ) এর জবাব দিতে বলা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ। এরপর গত ১৬ ফেব্রুয়ারি বেগম রুবাবা দৌলাকে সভাপতি ও মাহবুবুর রবকে সাধারণ সম্পাদক করে নতুন এই অস্থায়ী কমিটির প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিলেন আদালত।

No comments

Powered by Blogger.