প্রেমিকার সন্তানের বাবা হওয়ায় সমালোচনার মুখে জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার প্রেমিকার সন্তানের বাবা হওয়ার খবরে দেশটিতে জোর বিতর্কের সৃষ্টি করেছে। গত রোববার স্থানীয় পত্রিকায় ওই খবর বের হওয়ার পর বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জুমার তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, দেশের এইচআইভি/এইডসবিরোধী কর্মকাণ্ডে সরকার জনগণের কাছে অনিরাপদ যৌন-সংসর্গ এড়িয়ে চলার যে বার্তা দিয়েছে, জুমার কর্মকাণ্ড সেই নীতির বিরোধী। এক বিবৃতিতে ডেমোক্রেটিক অ্যালায়েন্স গতকাল সোমবার এ কথা জানায়।
দক্ষিণ আফ্রিকার আইনে বহুবিবাহ বৈধ। বিশেষ করে জুলু সম্প্রদায়ের মধ্যে এখনো বহুবিবাহ প্রথা ব্যাপকভাবে চালু আছে। প্রেসিডেন্ট জুমাও ওই সম্প্রদায়ের লোক। ঘরে দুই স্ত্রী থাকার পরও কিছুদিন আগে তিনি আরেকটি বিয়ে করেন। গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দক্ষিণ আফ্রিকা বিষয়ে এক প্রশ্নোত্তর পর্বে জুমা বহুবিবাহের পক্ষে তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ খবরে স্থানীয় পত্রপত্রিকায় সমালোচনার ঝড় বয়ে যায়। এর মধ্যে প্রেমিকার সন্তানের বাবা হওয়ার খবরে সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দেয়।
স্থানীয় দ্য সানডে টাইমস-এর খবরে গত রোববার বলা হয়, জুমার ওই প্রেমিকার নাম সোনোনো খোজা (৩৯)। সোনোনোর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। সোনোনোর বাবা দেশের প্রখ্যাত ক্রীড়া সংগঠক আরভিন খোজা। এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির চেয়ারম্যান তিনি।
পত্রিকার খবরে বলা হয়, সোনোনো তাঁর সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন থানদেকিলে মাতিনা জুমা। এ নিয়ে ৬৭ বছর বয়সী জুমা ২০ সন্তানের বাবা হলেন। তবে এ ব্যাপারে জ্যাকব জুমার কার্যালয় কিংবা সোনোনোর পরিবার কোনো মন্তব্য করেনি। জুমার তাঁর সন্তানের প্রকৃত সংখ্যা কত—সে ব্যাপারেও কখনো মুখ খোলেন না।
এ অবস্থায় প্রেসিডেন্ট জুমার বহুগামিতা নিয়ে দেশের প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলেছে, জ্যাকব জুমা বহু নারীর সঙ্গে অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে সরকারের এইচআইভি/এইডসবিরোধী কর্মকাণ্ডকে খাটো করেছেন।

No comments

Powered by Blogger.