শাহরুখের বাড়ির সামনে শিবসেনার বিক্ষোভ

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলানোর পক্ষে অবস্থান নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউডের তারকা শাহরুখ খানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে শিবসেনার কর্মীরা।
হামলার আশঙ্কায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর চারপাশে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তার পরও পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করে শিবসেনার কর্মী-সমর্থকেরা। তারা শাহরুখের উদ্দেশে ‘ইসলামাবাদের একটি প্রতীকী টিকিট’ ধরিয়ে দেয় এবং শাহরুখের পরবর্তী ছবি মাই নেম ইজ খান-এর পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় পুলিশ কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারীকে আটক করে।
শিবসেনার নেতা অনিল পারাব জানিয়েছেন, শাহরুখ ক্ষমা না চাইলে মাই নেম ইজ খান ছবির প্রদর্শনীও বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
দলের সাংসদ মনোহর যোশী জানিয়েছেন, শাহরুখ খান অনেক বছর ধরে মুম্বাইতে বসবাস করলেও তিনি মারাঠি ভাষায় কথা বলেন না।
আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলাতে শাহরুখ আগ্রহ দেখানোয় তাঁর সমালোচনায় নেমে পড়ে শিবসেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেছিলেন, ‘শাহরুখের যদি পাকিস্তানিদের সঙ্গে এতই খেলার শখ থাকে, তাহলে উনি করাচি কিংবা ইসলামাবাদে চলে যাচ্ছেন না কেন?’ এএফপি।

No comments

Powered by Blogger.