উত্তর কোরিয়া আরও ৫টি এলাকায় নৌ চলাচল নিষিদ্ধ করেছে

উত্তর কোরিয়া আরও পাঁচটি এলাকায় নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। অতীতে ওই সব এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপির।
সামরিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ো হ্যাপ জানায়, গত রোববার থেকে আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত উত্তর কোরিয়া আরও পাঁচটি এলাকায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া দুটি এলাকায় দুই মাসের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ওই এলাকাগুলো দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে বিতর্কিত সীমানার কাছে অবস্থিত।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌ চলাচল নিষিদ্ধ করা নিয়ে প্রতিবেদনটি পরীক্ষা করছেন তাঁরা।
ইয়োনহ্যাপ জানায়, নিষিদ্ধ পাঁচটি এলাকার মধ্যে রয়েছে কিয়োদং দ্বীপের পশ্চিমাংশ, নর্থ পিয়োংগান প্রদেশের চুলসান, সুঞ্চন কাউন্টির উপকূল এবং সাউথ হ্যামকিয়ং প্রদেশের কুমিয়া কাউন্টির পূর্বাংশ।
উত্তর কোরিয়া অতীতে চুলসান, সুঞ্চন ও কুমিয়া এলাকায় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়া গত সপ্তাহে পশ্চিম উপকূলে দক্ষিণ কোরিয়ার কাছে বিতর্কিত সমুদ্রসীমার কাছে কয়েক শ গোলা নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়াও গোলা ছুড়ে পাল্টা জবাব দেয়। এতে কেউ হতাহত না হলেও এ ঘটনায় প্রতিবেশী দুটি দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

No comments

Powered by Blogger.