এবার অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনেক দিক থেকেই অনুসরণ করল প্রথম ম্যাচকে। শূন্য রানেই আউট বাংলাদেশের দুই ওপেনারের একজন, এরপর আরেকজনের ঝোড়ো ব্যাটিং, দ্বিতীয় উইকেটে বড় জুটি, তিন নম্বরে সৈকত আলির ফিফটি, অধিনায়ক মাহমুদুল হাসানের আরেকটি অপরাজিত ইনিংস এবং... বাংলাদেশের জয়!
আগের দিন নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারানোর পর কাল ক্রাইস্টচার্চে তাদেরই তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রথম ম্যাচে প্রথম ওভারে আউট হয়েছিলেন ওপেনার আনামুল হক। কাল দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগে আউট অমিত মজুমদার। এরপর যথারীতি পাল্টা আক্রমণ। দ্বিতীয় উইকেটে আনামুল-সৈকতের ৮৪ রানের জুটি। সমান ৩টি করে চার ও ছয়ে ৫০ বলে ৫৮ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান আনামুল। আর একটি ছয় কম মেরে ৭৫ বলে ৬১ সৈকতের। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক মাহমুদুলের ৬৫ বলে অপরাজিত ৭৫ নির্ধারিত ৩৯ ওভারে দলকে এনে দেয় ২৩০ রানের পুঁজি।
অস্ট্রেলিয়া ম্যাচ হেরে বসে প্রথম ১৩ ওভারেই। ৭৮ রানে হারিয়ে ফেলে প্রথম ৫ ব্যাটসম্যানকে। ষষ্ঠ উইকেটে জেসন ফ্লোরোস ও টিম আর্মস্ট্রংয়ের ৮০ রানের জুটি ব্যবধান কমিয়েছে মাত্র। চার উইকেট নিয়ে লেগ স্পিনার সাব্বির রহমান পূর্বাভাস দিয়েছেন নিউজিল্যান্ডের পেস-সহায়ক উইকেটেও কার্যকরী হতে পারেন বাংলাদেশের স্পিনাররা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩৯ ওভারে ২৩০/৭ (মাহমুদুল ৭৫*, সৈকত ৬১, আনামুল ৫৮; ডোরান ২/২৪, রিচার্ডসন ২/৪২)।
অস্ট্রেলিয়া: ৩৮.৪ ওভারে ২১০/১০ (ফ্লোরোস ৪৬, আর্মস্ট্রং ৪১; সাব্বির ৪/৩৪, কামরুল ১/১৫, মাহমুদুল ১/২৯, শাকের ১/৩৯, রাজু ১/৪১)।

No comments

Powered by Blogger.