মিসর সীমান্তে প্রাচীর নির্মাণ করবে ইসরায়েল

মিসর থেকে অনুপ্রবেশ ঠেকাতে ইসরায়েল এবার তার সীমান্তে প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। লোহিত সাগর ও গাজা উপত্যকার সীমানা ঘেঁষে দুটি ভাগে এই প্রাচীর নির্মাণ করা হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল রোববার বলেছেন, ইসরায়েলের ইহুদি ধর্মীয় পরিচয় এবং গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য বজায় রাখতেই অনুপ্রবেশকারীদের ঠেকাতে ২৬৬ কিলোমিটার দীর্ঘ এই দেয়াল নির্মাণ করবে তাঁর দেশ। এই অবকাঠামো নির্মাণে খরচ পড়বে ২৭ কোটি মার্কিন ডলার এবং সময় লাগবে দুই বছর।
তবে নেতানিয়াহু জানান, উদ্বাস্তুদের জন্য ইসরায়েলের দরজা সব সময় খোলা থাকবে। এর মানে এই নয় যে, দক্ষিণ সীমান্ত দিয়ে আসা হাজার হাজার বিদেশি শ্রমিককে সে দেশে ঢুকতে দেওয়া হবে।
সাম্প্রতিক বছরগুলোতে মিসর সীমান্ত দিয়ে হাজার হাজার লোক ইসরায়েলে অনুপ্রবেশ করে। এর মধ্যে ইরিত্রিয়া থেকে সবচেয়ে বেশি এবং এরপর ইথিওপিয়া ও সুদানের অধিবাসী রয়েছে। গত বছর মে মাস পর্যন্ত সীমানা পেরিয়ে মিসর থেকে ইসরায়েলে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১৭ জন ইসরায়েলের পুলিশের গুলিতে নিহত হয়।

No comments

Powered by Blogger.