বাংলাদেশের আইডিয়া কাপ

আইডিয়া কাপে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তার পরও অধিনায়ক সাকিব আল হাসান দলের পারফরম্যান্সকে মূল্যায়ন করছেন ‘এক শতে আশি’ বলে! চার ম্যাচে বাংলাদেশের স্কোর ২৬০, ২৯৬, ২৪৯ ও ২৪৭—সাকিবের দাবির পেছনে বড় যুক্তি এটাই। তবে টুর্নামেন্টে এমন কিছুও করেছেন সাকিব-সতীর্থরা, ফাইনালের আগে ভারত ও শ্রীলঙ্কানদের সরিয়ে যেখানে শীর্ষে তাঁরাই।
যেমন টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যাটিং গড় মাহমুদউল্লাহর। ৪ ম্যাচের ৩টিতেই অপরাজিত থেকে করেছেন ১৯৩ রান। ব্যাটিং গড়ও ১৯৩! গড় স্ট্রাইক রেটের ক্ষেত্রে শীর্ষে থাকা বীরেন্দর শেবাগের (১৫৩.৮৪) সামান্য পেছনেই আছেন নাঈম ইসলাম। তাঁর স্ট্রাইক রেট ১৫৩.৬৫। টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিন ছক্কা নাঈম ইসলামের। এক ইনিংসে সর্বোচ্চ ২টি ছক্কাও তাঁর। ইনিংসে দুটি ছক্কা অবশ্য আছে আরও দুজনের, বাংলাদেশের মুশফিকুর রহিম ও ভারতের যুবরাজ সিংয়ের। আরেকটি জায়গাতেও শীর্ষে মুশফিকুর। সাঙ্গাকারার সঙ্গে সর্বোচ্চ ৪টি ডিসমিসালের যৌথ মালিক তিনি। সাকিব কি আর এমনি এমনিই ভালো করেছেন বলে দাবি করছেন!

No comments

Powered by Blogger.