রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের কাছে বোমায় নিহত ২৪

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের কাছে একটি হোটেলের বাইরে আজ সোমবার শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। রাওয়ালপিন্ডিতে হাসপাতালগুলোয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পুলিশ জানায়, আজ স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে সেনা সদর দপ্তরের কাছ থেকে একটু দূরে মল রোডে শালিমার হোটেলের বাইরে এ বিস্ফোরণ ঘটে। এতে হোটেলটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি বা মোটরসাইকেলে করে বোমাটি বহন করা হচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পিটিআইয়ের খবরে বলা হয়, বিস্ফোরণ স্থলের পাশেই সেনা কর্মকর্তাদের মেস, গুরুত্বপূর্ণ সেনা স্থাপনা এবং বেশ কয়েকটি হোটেল রয়েছে। দুর্ঘটনার পরপরই মিলিটারি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং ওই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন।

No comments

Powered by Blogger.