প্রতিবন্ধীদের শিক্ষা

প্রতিবন্ধীদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার ব্যবস্থা আছে; কিন্তু প্রাথমিক পর্যায়ে সুযোগ কম। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যথাযথ ব্যবস্থা করতে প্রয়োজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিশুদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা। প্রতিটি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণকেন্দ্র আছে। সেখানে প্রশিক্ষণের মাধ্যমে নিষ্ঠাবান শিক্ষকদের নিয়ে দক্ষ দল গঠন করে পরে সব জেলায় তাঁদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। প্রতিটি বিদ্যালয়ে একজন করে বিশেষ শিক্ষার শিক্ষক দেওয়া হলে তাঁরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষিত করে তুলতে ভালো ভূমিকারাখতে পারবেন।
 মো. আলী আহাদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

No comments

Powered by Blogger.