দুই বোনের আরেকটি ফাইনাল

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ শেষে ছিলেন পয়েন্ট তালিকার সবার শেষে, হেরেছিলেন দুটো ম্যাচেই। অথচ সেই ভেনাস উইলিয়ামসই পৌঁছে গেছেন ফাইনালে। ফাইনালের প্রতিপক্ষ নিয়ে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। ৪.৫৫ মিলিয়ন ডলারের দোহা ডব্লুটিএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভেনাস লড়বেন দুর্দান্ত ফর্মে থাকা ছোট বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে। ফাইনালটা হয়ে যাওয়ার কথা কাল রাতেই।
সেমিফাইনালে সেরেনা হারিয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওঝনিয়াকিকে। বাঁ ঊরুর পেশিতে চোট নিয়েই সেমিফাইনালে উঠেছিলেন ওঝনিয়াকি। শেষ পর্যন্ত ওখান থেকেই তাঁকে বিদায় নিতে হয় ইনজুরির কাছে হার মেনে। এবার পাকস্থলীর পেশিতে টান পড়ায় যখন হার মেনে নেন ১৯ বছর বয়সী ডেনিস, তখন সেরেনা এগিয়ে ছিলেন ৬-৪, ০-১ গেমে। ইয়েলেনা জাঙ্কোভিচকে ভেনাস হারিয়েছেন ৫-৭, ৬-৩, ৬-৪ গেমে। জাঙ্কোভিচের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও এখন সমতা ভেনাসের, দুজনেই জিতেছেন পাঁচবার করে। ফাইনালটি হবে দুই বোনের ২৩তম লড়াই। এককে পারলেও দ্বৈতের ফাইনালে অবশ্য উঠতে পারেননি দুই বোন। ভেনাস-সেরেনাকে ২-৬, ৬-৪, ১০-৮ গেমে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেনের নুরিয়া লাগোস্তেরা ভিভেস ও হোসে মার্টিনেজ সানচেজ।

No comments

Powered by Blogger.