নিউজিল্যান্ড ও বার্কিনা ফাসোর চমক -অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

নেদারল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইরান, কোস্টারিকাকে হারিয়েছে বার্কিনা ফাসো, আর তুরস্ককে রুখে দিয়েছে নিউজিল্যান্ড। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পরশুর দিনটা ছিল ঘটনাবহুল। তবে সবচেয়ে বড় অর্জন আসলে নিউজিল্যান্ডের যুবাদেরই। তুরস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়ল ওশেনিয়া অঞ্চলের দেশটি। ফিফার কোনো প্রতিযোগিতায় এই প্রথম গ্রুপ পর্বের গণ্ডি পেরোল তারা।
তুরস্কের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল নিউজিল্যান্ড। ইনজুরি সময়ের গোলে ম্যাচে সমতা আনে কিউইরা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউট পর্বের টিকিট পাওয়া গেছে তাতেই।
নেদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ইরান। তবে দিনের আরেকটি চমক ছিল বার্কিনা ফাসোর কাছে কোস্টারিকার ১-৪ গোলে পরাজয়।

No comments

Powered by Blogger.