পানির উপস্থিতি বিশ্লেষণে নতুন উপগ্রহ

পৃথিবী নামের গ্রহে পানির উপস্থিতি বিচার-বিশ্লেষণে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা) নতুন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। এই উপগ্রহ মাটিতে আদ্রর্তার এবং সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বিচার-বিশ্লেষণ করবে। আর এরই ভিত্তিতে তৈরি হবে একটি মানচিত্র।
আজ সোমবার ভোরে রাশিয়ার প্লেসেতাস্ত স্পেস এজেন্সি থেকে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়।
এসার মহাপরিচালক জাঁ জ্যাক দোরদাইন বলেন, খুব ভালোভাবে উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘এটা শুধু উপগ্রহ পাঠানোর বিষয় হিসেবে দেখাটা ঠিক হবে না। বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতে চেষ্টা করবে এই উপগ্রহটি।’ জানা গেছে, উপগ্রহটি আগামী দুই বছর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। এসব তথ্য আবহাওয়া ও বন্যার পূর্বাভাস দিতে ব্যবহার করা হবে।

No comments

Powered by Blogger.