অভিমত : আপনার ঘরে ছিনতাইকারী! by এম এম নাসির উদ্দিন



কোনো এক মা ও বাবাকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার পোষ্য বা ছেলেসন্তান যার বয়স ২৫ থেকে ৩০ বছর; গত ২৭ জানুয়ারি শনিবার রাত ৮টায় ভয়ভীতি দেখিয়ে আমার মোবাইল সেট ও টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
বিল্ডিংয়ের (৫১ খালেক লেন, ১ম প্লট ৩য় তলা পূর্ব দিক) নিচে রাস্তার লনে ব্যায়াম করছিলাম। তিনি সেটা ওপর থেকে দেখেছিলেন। নিচে নেমে এসে আমার সাথে যে ভাষায় কথা বললেন, তাতে মনে হয়নি যে, তিনি কোনো ভদ্র ঘরের সন্তান। কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো কিংবা হস্তক্ষেপ করা কি ঠিক? তুই তোকারি, কী দুর্ব্যবহার। আমাকে ব্লাকমেইল করার চেষ্টা করেছেন। আমার পরিচয় দিলাম, কোনো কাজ হলো না। করজোড়ে ক্ষমা চাইলাম। ভুল হয়েছে বলে স্বীকার করলাম। তাতেও কোনো কাজ হলো না। এ পাড়ার মানুষ ও পাড়ায় যেতেই পারেন। এতে দোষের কী আছে? ১০০, ২০ ও ১০ টাকার নোট অনেকগুলো ছিল। অনেক কাকুতি মিনতি করে মোবাইল সেটটা ফেরত পেলেও টাকাগুলো ফেরত পাইনি। ফেরত দেয়ার কারণ মোবাইল সেটটা ভাঙা ছিল। যাদের সন্তান ছিনতাইকারী, তাদের পরিচয়টা কী দাঁড়ায়? দুঃখিত, লিখে পারলাম না। কে না চায় তার সন্তান থাকুকদুধে ভাতে।
লালবাগ, ঢাকা

No comments

Powered by Blogger.