মেয়েদের জিনস-স্কার্ট নিষিদ্ধ, হিজাব খোলায় কারাদণ্ড

ভারতের রাজস্থানের সরকারি-বেসরকারি কলেজে শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে যেতে হবে, পরা যাবে না জিনস-স্কার্টের মতো পোশাক। এমন নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের কমিশনারেট অব কলেজ অ্যাডুকেশন। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করা হবে এ ড্রেস-কোড।
অবশ্য ক্ষমতায় আসার পরেই মেয়েদের কলেজে ড্রেস কোড চালু করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সে তালিকায় যুক্ত হলো বিজেপি শাসিত রাজস্থানের নামও। রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মহেশ্বরী বলেছেন, ‘কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্যেই ড্রেস-কোড চালু করা হয়েছে। নারীদের পোশাক স্বাধীনতা হরণের প্রশ্নই ওঠে না।’ অন্যদিকে ইরানে জনসমক্ষে হিজাব খুলে ফেলার দায়ে নার্গিস হুসেইনি নামে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷ বুধবার হিজাব খুলে উড়িয়ে দেওয়ার অভিযোগে ৩২ বছর বয়সী ওই নারীকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত৷ তেহরানের পাবলিক প্রসিকিউটর আব্বাস জাফর দোলাতাবাদী বলেন, দেশের আইন অনুযায়ীই এ রায় দেওয়া হয়েছে৷ইরানের আইন অনুযায়ী, নারীদের হিজাব পরা বাধ্যতামূলক৷ আইনে বলা আছে, মেয়েদের চুল ঢাকতে হবে এবং সেই সঙ্গে শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে৷
তথ্যসূত্র : আউটলুক ইন্ডিয়া ও রেডিওফারদা

No comments

Powered by Blogger.