চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শিবগঞ্জ উপজেলার জীবন, কেতাব, আলমগীর, নুরুল ইসলাম ও জেনারুল ডাক্তার। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর এলাকার মনিরা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে আসামি জীবন ওরফে বাবু বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জীবন তার সহযোগী অপর আসামিদের সহায়তায় বিশ্বনাথপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে মনিরা বেগমকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে। পরের দিন দুপুর ২টার দিকে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরার মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমান শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।

No comments

Powered by Blogger.