সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করল আমেরিকা

সিরিয়ার রাকা প্রদেশে আইএসের বিরুদ্ধে হামলায় নিয়োজিত একটি সরকারি যুদ্ধবিমান ভূপাতিত করেছে আমেরিকা। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর পাইলট নিখোঁজ রয়েছেন। সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড রোববার রাতে এক বিবৃতিতে এই ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেছে, সন্ত্রাস বিরোধী হামলায়রত বিমান ভূপাতিত করে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের প্রকৃত অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এই হামলার মাধ্যমে আইএসের সাথে আমেরিকার গোপন আঁতাতের বিষয়টি ফুটে উঠেছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, এমন সময় আমেরিকা সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করল যখন আইএস বিরোধী যুদ্ধে সুস্পষ্ট সাফল্য পাচ্ছিল দামেস্ক। সিরিয়ার এ ঘোষণা প্রকাশিত হওয়ার পর মার্কিন সেনাবাহিনী এক বিবৃতি প্রকাশ করে দাবি করেছে, তাদের নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস-বিরোধী জোটের সহযোগী একটি গোষ্ঠীকে রক্ষা করতে গিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করতে হয়েছে। আমেরিকা একইসাথে দাবি করেছে, সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই। মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, আইএসের বিরুদ্ধে তাদের সমর্থিত একটি কুর্দি গোষ্ঠীর অগ্রাভিযান ঠেকাতে সিরিয়ার যুদ্ধবিমানটি ওই গোষ্ঠীর অবস্থানে হামলা চালাতে গিয়েছিল বলে এটি ভূপাতিত করা হয়েছে। কিন্তু দামেস্ক বলছে, বিমানটি আইএসের অবস্থানে হামলায় নিয়োজিত ছিল। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.