সাত নাটক নিয়ে লাক্স চিরচেনা সৌরভের গল্প

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে টিভির পর্দায় আসছে ‘লাক্স চিরচেনা সৌরভের গল্প’ আয়োজনের সাতটি বিশেষ নাটক। বাংলা সাহিত্যের সাতটি কালজয়ী গল্প ও উপন্যাসের অনুপ্রেরণায় এ নাটকগুলো নির্মিত হয়েছে। নাটকগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা ও নষ্ট নীড়’র অনুপ্রেরণায় শেষের গল্প ও ছুটির নিমন্ত্রণে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা ও পরিণীতা’র অনুপ্রেরণায় এনগেজড ও পরস্পর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুন্ডলা’র অনুপ্রেরণায় অভিমান, নিমাই ভট্টাচার্যের মেম সাহেব’র অনুপ্রেরণায় সাহেব মেম সাহেব এবং সমরেশ মজুমদারের গর্ভধারিণী’র অনুপ্রেরণায় মুখোশের আড়ালে। সাতটি নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় সাত অভিনেত্রী মেহজাবিন, মম, মৌ, নাদিয়া, অপর্ণা, তিশা ও সারিকা। পরিচালনায় ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, তুহিন হোসেন, আবু হায়াত মাহমুদ, গৌতম কৈরী, নঈম ইমতিয়াজ নেয়ামুল, আশফাক নিপুণ ও মাবরুর রশীদ বান্নাহ। নাটকগুলো ঈদের প্রথম সাত দিন রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে।

No comments

Powered by Blogger.