মহাকাশে ‘রেশম চাষ’ করবে চীন

২০২২ সালের মধ্যে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করেছে চীন। এবার তারা আরও একধাপ এগোল। চাঁদে ছোট আকারের ইকোসিস্টেম পাঠানোর তৎপরতা নিতে শুরু করেছে ড্রাগনের দেশটি। সেই লক্ষ্যে আগামী বছর চাঁদে আলুর বীজ ও রেশম চাষের জন্য গুটি পোকার বীজ পাঠাতে চলেছে তারা। কলকাতা টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়, চীনের চংকিঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে তিন কিলোগ্রাম ওজনের মিনি ইকোসিস্টেমটি। গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্সে তা ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে। ১৮ সেন্টিমিটারের একটি সিলিন্ডার পাঠানো হবে মহাকাশে- যাতে রয়েছে আলুর বীজ ও গুটি পোকার বীজ। স্লিক ওয়ার্ম তৈরি করবে কার্বন-ডাই-অক্সাইড ও আলুর বীজ তৈরি করবে অক্সিজেন। ‘গ্লোবাল টাইমস’ ম্যাগাজিনে এমনটিই জানিয়েছেন এ ইকোসিস্টেমের নির্মাতা জেঙ্গ ইয়নউন। প্রকল্প প্রধান জেই জেঙ্গজিন জানান, পরে যাতে চাঁদে মানুষ বসবাস করতে পারে, সেই কারণেই পাঠানো হচ্ছে এ ইকোসিস্টেম।

No comments

Powered by Blogger.